• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে পৌর ৫নং ওয়ার্ডের উন্নয়ন কাজের উদ্বোধন

আগামী এক বছরের মধ্যে পৌর এলাকার কোনো উন্নয়ন কাজ বাকি থাকবে না : পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার পুরাণবাজারে ৫নং ওয়ার্ড উত্তর রঘুনাথপুর মাজিদ খান বাড়ির রাস্তার উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার কাজের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম সামছুদ্দোহা ও স্থানীয় নারী কাউন্সিলর শাহনাজ আলমগীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
    জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওহাব মিয়ার সভাপ্রধানে ও শাহআলম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর শহরের উন্নয়ন নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। সাপ্লাই পানির জন্যে আগামী দেড়শ’ বছরেও সমস্যা হবে না তার ব্যবস্থা করা হয়েছে। ইনশাল্লাহ রাস্তাঘাটের অনেক উন্নয়ন হচ্ছে, আরো হবে। পৌরসভার যে সকল এলাকায় কিছু কিছু উন্নয়ন কাজ বাকি রয়েছে তা অচিরেই শেষ করা হবে। আগামী এক বছরের মধ্যে পৌর এলাকার কোনো উন্নয়ন কাজ বাকি থাকবে না। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কাজ করা হবে। আপনারা শুধু আমার জন্যে দোয়া করবেন এবং সম্মিলিতভাবে পৌরসভাকে সহযোগিতা করবেন। পৌরসভার মেয়র হিসেবে আমি অতীতে যেমনিভাবে আপনাদের পাশে ছিলাম, আমৃত্যু আপনাদের পাশে থাকবো।
    তিনি আরো বলেন, আগামী ২৪ মার্চ চাঁদপুর সদরসহ ৭টি উপজেলায় নির্বাচন হবে। যেহেতু উপজেলা পরিষদের মাধ্যমে সরকারের অনেক উন্নয়নমূলক কাজ হয়, সেহেতু দলীয় প্রতিনিধি না হলে উন্নয়ন কাজ করা সম্ভব না। তাই আমি অনুরোধ করবো উপজেলা পরিষদ নির্বাচনেও আপনারা নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করবেন। কারণ নৌকা হলো উন্নয়নের মার্কা। এ নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এদেশের যতো উন্নয়ন সবই নৌকা বিজয়ে হয়েছে।  
    অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহফুজ বেপারী, নাছির পাটওয়ারী, ৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়ানুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম মোঃ জাহাঙ্গীর আলম।

 

সর্বাধিক পঠিত