৬ মার্চ পাট দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তু‘তি সভা
ভালোভাবে বসবাস করতে হলে পলিথিন পরিহার করে পাটের পণ্য ব্যবহার করুন : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান


চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন, এই সুন্দর বাংলাদেশে সকলে ভালোভাবে বসবাস করতে হলে পলিথিনকে পরিহার করে পাটের পণ্য ব্যবহার করুন। তিনি আরো বলেন, ভালোভাবে বাঁচতে হলে আমাদের সকলের সচেতন হতে হবে। দেশের স্বার্থে পাট পণ্য ব্যবহার করতে হবে। এছাড়া আমরা দেখতে পেরেছি, নদীতে চলাচল করা বিভিন্ন লঞ্চ থেকেও পলিথিন বা প্লাস্টিকের পণ্য ফেলে নদীসম্পদ নষ্ট করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সকলের আন্তরিক হতে হবে। আগামী ৬ মার্চের অনুষ্ঠান সফল করার জন্যে যার অবস্থানে কাজ করে যান। গতকাল ৩ মার্চ সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আগামী ৬ মার্চ বিশ্ব পাট দিবস উদ্যাপন সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, পাট মন্ত্রণালয়ের উপ-পরিচালক-চাঁদপুর মোঃ আঃ রশিদ, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান, চাঁদপুর ডিবির ওসি মোঃ নূর হোসেন মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আকতার, মৎস্য কর্মকর্তা বলাই চন্দ্র ভৌমিক, চাঁদপুর জেলা রাইস মিল মালিক সমিতির আহ্বায়ক মোঃ আবদুর রহিম সরকার, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মালাকার, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী কাশেম, সাধারণ সম্পাদক হাজী নাজমুল আলম, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ শেখ সাদী, সহকারী জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোঃ শাহনেওয়াজ হোসেন, পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইসমাইল, মোঃ সাইফুল আলম, সার ও বীজ ডিলার মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী প্রমুখ।