• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উয়ারুক বাজারে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই

অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
গত ২০ ফেব্রুয়ারি রাত প্রায় দেড়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে আবুল কালাম ভূঁইয়ার মুদি দোকান, দুর্লভ চন্দ্র মজুমদারের পল্লী ফার্মেসি, সহিদুল ইসলামের হার্ডওয়্যার, দেলোয়ার হোসেনের ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং ও পাটওয়ারী টেলিকম এবং মোস্তফা কামালের আল-আমিন হোটেল।
স্থানীয়রা জানান, আল-আমিন হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। হোটেলে ব্যবহারের জন্যে প্রচুর লাকড়ি মজুদ ছিলো। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে যায়। বাজারে কয়েক শত দোকান রয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বাজারে থাকা বাকি দোকানগুলো আগুনের হাত থেকে রক্ষা পায়।
সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সর্বাধিক পঠিত