• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় অ্যাডঃ হেলালকে চেয়ারম্যান মনোনয়নের দাবিতে বিভিন্ন স্থানে মিছিল

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডঃ হেলাল উদ্দীনকে প্রত্যাশা করে উপজেলার বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বাদজুমা রহিমানগর বাজার ও পাড়াগাঁও এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে একটি মিছিল বের হয়। মিছিল শেষে রহিমানগর বাজারে পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মাসুদ, যুবলীগ নেতা খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা সোহাগ উদ্দীন প্রমুখ।
    একইভাবে উপজেলার ইসলামপুর ও চাপাতলীতে ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান ও আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন মানিকের নেতৃত্বে মিছিল বের হয়। এছাড়া উপজেলার ৫নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের মালচোয়া এলাকায় ইউনিয়ন যুবলীগ নেতা রুবেলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে বক্তারা অ্যাডঃ হেলাল উদ্দীনকে আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সর্বাধিক পঠিত