• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির তারেক খানের অভিনন্দন

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ২২:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার উন্নয়নের রুপকার, রামপুর ইউনিয়নের কৃতিসন্তান, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি টানা তৃতীয় মেয়াদে চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকা থেকে এমপি এবং নব গঠিত মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় প্রানঢালা শুভেচ্ছা ও অভিভন্দন জানিয়েছেন ডা. দীপু মনির একান্ত স্থেহভাজন, চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান । তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও ডা. দীপু মনিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলে গত ৩০ জানুয়ারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমথীকগন এবং চাঁদপুরের সর্বস্তরের মানুষের একান্ত প্রচেষ্টায় ডা. দীপু মনি চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সেজন্য তিনি সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. দীপু মনি এমপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারেক খান মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আর্দশ সৈনিক হিসেবে ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক খান নিরলস ভাবে কাজ করেছেন। তিনি আশা ব্যাক্ত করে, ডা. দীপু মনি এমপি শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। শতভাগ সফলতার পাশা-পাশি নকল মুক্ত শিক্ষা দেশের প্রতিটি স্থানে বিচরন করবে।