ডাঃ দীপু মনি টানা তৃতীয়বার এমপি হওয়ায় শাহমাহমুদপুরে আওয়ামী লীগের শোকরানা মিলাদ
চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে ডাঃ দীপু মনির জয়লাভের মধ্য দিয়ে তিনি টানা ৩য় বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর সোমবার বিকেলে ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কক্ষে ৮নং ও ৯নং ওয়ার্ড কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ এ আলোচনা ও দোয়ায় অংশ নেন। আলোচনা সভায় টানা ৩য়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এছাড়া মক্কা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ বেলায়েত হোসেন (বেলাল) পাটওয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনি এমপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি উন্নয়ন বিশ^াসী দল। আপনারা অনেক শ্রম ও ত্যাগ শিকার করে ডাঃ দীপু মনিকে এমপি বানিয়েছেন। তিনি অবশ্যই আপনাদের শ্রমের প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিবেন। আপনারা সুসংগঠিতভাবে ও ঐক্যবদ্ধ থেকে দলের এবং এলাকার স্বার্থে কাজ করবেন। এখন থেকে সকল দুঃখ কষ্ট ও বিভেদ ভুলে দলের জন্যে কাজ করবেন।
বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন (বেলাল) পাটওয়ারীর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন খান লালু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ সফিকুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিজি, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমিনুল হক পাটওয়ারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর বেপারী, ইউনিয়ন যুবলীগের সদস্য শাহাদাত মিজি, সেলিম পাটওয়ারী (সিফাত), বিএম কাদের, মুছা তালুকদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন গাজী। উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের পাটওয়ারী, মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আওলাদ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা আক্তার পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোজাম্মেল খান, কালু সরকার, সাধারণ সম্পাদক কনক পাটওয়ারী, ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লাকী বেগম, যুব ও মহিলা বিষয়ক সম্পাদক রীনা বেগম, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল হেলাল (ইনু), ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল নোমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বারেক সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ফরহাদ হোসেন পাটওয়ারী, সুফিয়ান খান, ইমান হোসেন, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিব পাটওয়ারী, সাধারণ সম্পাদক ইকরাম পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।