• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সরজমিনে চাঁদপুর পৌর এলাকার বেশ ক’টি ভোটকেন্দ্র

সকাল থেকেই ছিলো ভোটারদের ব্যাপক উপস্থিতি ॥ শান্তিপূর্ণ ভোটগ্রহণ

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৯, ১১:১২ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শান্তিপূর্ণভাবে গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকা যেনো এ নির্বাচন উৎসবে পরিণত হয়। চাঁদপুর-৩ আসনের পৌর এলাকার ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডসহ কয়েকটি এলাকার ভোটকেন্দ্রে  সরজমিনে ঘুরে তেমন চিত্রই চোখে পড়েছে। ভোটের দিন গ-গোল হতে পারে বলে যে ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছিল, তার বিন্দুমাত্রও চোখে পড়েনি ভোটগ্রহণের দিন। ভোট দিতে আসা নারী-পুরুষ সকলের মাঝেই ছিল উৎসাহের আমেজ। তারা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। আর তাদেরকে ভোট প্রদান করতে সহযোগিতা করেছেন কেন্দ্রে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যগণ। কোথাও ছিলো না হট্টগোল। শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পেরে ভোটাররাও মহাখুশি। আরো খুশি ভোটগ্রহণে দায়িত্ব পালনকারী পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারগণও।
    রোববার সকাল ৭টার দিকে চাঁদপুর পৌর ১নং ওয়ার্ডের মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারগণ লাইনে দাঁড়িয়েছেন সারিবদ্ধভাবে। উদ্দেশ্য আগে আগে ভোট দিয়ে বাড়ি ফিরে যাবেন। কথা হয় কেন্দ্রের বাইরে থাকা এ ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝির সাথে। তিনি জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আমরা সচেতন রয়েছি, চাইলেই কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না। একই কথা বললেন পৌর আওয়ামী লীগ নেতা রেজওয়ানুর রহমান রিজু পাটওয়ারী, নাছির খান, মোশারফ হোসেন মানিক ও নূর মোহাম্মদ পাটওয়ারী।
    ২নং ওয়ার্ডের ওচমানিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে গিয়েও চোখে পড়েছে একই চিত্র। এখানেও ভোটারদের ছিলো সারিবদ্ধ দীর্ঘলাইন। ভোটারগণ লাইন ধরে দাঁড়িয়ে আছেন ভোট প্রদান করার জন্যে। ভোট কেন্দ্রের বাইরে ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, আবুল খায়ের মিজিসহ কয়েকজন নেতা-কর্মী। তারা জানান ভোটারদের ব্যাপক উপস্থিতির কথা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। তবে তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে ৩নং ওয়ার্ডের নূরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তারা সারিবদ্ধভাবে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি। তাদের অনেকেই উল্লাস প্রকাশ করে বলেন, জীবনে প্রথমবারের মতো ভোট প্রদান করেছি। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমরা মহাখুশি। এ কেন্দ্রে কথা হয় জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, মফিজ উদ্দিন বেপারী ছাড়াও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক মাইনুল ইসলাম কিশোর, ব্যবসায়ী ফয়সাল হায়দার চৌধুরী, নকীব চৌধুরীসহ কয়েকজনের সাথে। তারা জানালেন, উৎসবমুখর পরিবেশে ভোটারগণ ভোট দিতে পারছে। কিছু মানুষের মাঝে আশঙ্কা ছিলো ভোট দিতে পারবে কিনা। ভোট দিতে পেরে তাদের সেই আশঙ্কা দূর হয়েছে।
    লক্ষ্যণীয় ছিলো জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের বাড়ি সংলগ্ন ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে ভোটার ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ভোট কেন্দ্রের সামনের মাঠে ছিল মানুষের ব্যাপক উপস্থিতি। দেখে মনে হয়েছে মেলা বসেছে। তবে পরিস্থিতি ছিল শান্ত। মাঠে থাকা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, মন্জুরুল ইসলাম মন্জু মাঝি, মাহফুজ বেপারী, রেজাউল করিম বিপ্লব, মহিলা কাউন্সিলর লায়লা চৌধুরী, এরশাদ ঢালী, ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্না, ঝিল্লু বেপারীসহ অনেকেই জানান, সকল নির্বাচনেই এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে। আজও সে ধারাবাহিতায় ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকেই ভোটারগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে। এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় আমরা খুশি। তবে অধিকাংশ ভোট কেন্দ্রে ব্যাপকহারে নৌকার সমর্থকদের চোখে পড়লেও ধানের শীষ বা অন্যান্য প্রতীকের সমর্থকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি।

    

 

সর্বাধিক পঠিত