• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহমাহমুদপুর ইউনিয়নে নৌকার সমর্থনে ব্যাপক গণসংযোগ

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ ডাঃ দীপু মনির নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ অব্যাহত রয়েছে। গত ২২ ডিসেম্বর শনিবার ইউনিয়নের লোধেরগাঁও কেন্দ্রে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকারের বিগত ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তুলে ধরে ভোট চান। নেতা-কর্মীরা বিগত সরকারের সাফল্যগুলো তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন করাই এ সরকারের প্রধান লক্ষ্য। আপনারা আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন।
    সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও লোধেরগাঁও কেন্দ্রের আহ্বায়ক শাহ আলম নান্নু মিজির তত্ত্বাবধানে গণসংযোগে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন খান লালু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বেপারী, আজিজুর রহমান খান ভুট্টু, সাবেক সাধারণ সম্পাদক শামছুজ্জামান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিজি, সদস্য মোক্তার মিজি, ৭নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন খান দুলু, সাধারণ সম্পাদক সুজন হাজী, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পাঠান, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন টিটু, বর্তমান সভাপতি ও কেন্দ্র সচিব মোঃ ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, সদস্য মিজান মিজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বারেক সুমন, যুগ্ম আহ্বায়ক পারভেজ বেপারী, সদস্য মাসুদ মিজি, জিএম সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বাধিক পঠিত