• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইফার শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দীনের দাওয়াত ও দীন সুরক্ষাই আলেমদের কাজ : ইফা মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে ২০১৮ শিক্ষাবর্ষের দারুল আরকান ইবতেদায়ী মাদরাসা এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর বুধবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে প্রতি একশ’ বছরে বাইবেল সংশোধন হয়। অন্যান্য ধর্মগ্রন্থ সংশোধন হয়। কিন্তু কোরআন সংশোধন হয় না। কোরআনের জিম্মাদার স্বয়ং আল্লাহ। কোরআন আল্লাহ তায়ালার বাণী। হাদীস রাসুল (সাঃ)-এর বাণী। আর নবী (সাঃ) হলেন হায়াতুন্নবী। সকল আদম সন্তানের আদর্শই হলেন নবী করীম (সাঃ)। নবী (সাঃ)-এর উম্মত যারা কোরআন ও হাদীস শিখবে এবং সেই অনুযায়ী আমল করবে তারাই হলো নায়েবে রাসুল।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ১৯ হাজার হিফজখানা রয়েছে। মিশরেও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একটি হিফজখানা রয়েছে। সেখান থেকে প্রতিবছর বিশে^র সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক ক্বারী বের হয়। এটা বর্তমান শেখ হাসিনা সরকারের অবদান। এদেশের ইতিহাসে এমন নজির নেই যেখানে একযোগে সারাদেশে একহাজার দশটি ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং ৫শ’ ৬০টি মডেল মসজিদের কাজ চলছে। দীনের দাওয়াত ও দীন সুরক্ষাই আলেমদের কাজ। সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ইসলামী কারিকুলাম প্রণয়ন ও ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এবছর শুরুতেই মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ পৌঁছে দেয়া হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন ইফার জেলা উপ-পরিচালক মুহাম্মদ আবদুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মহিউদ্দীন মজুমদার বাদল, মসজিদভিত্তিক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান ও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাবেদ পারভেজ চৌধুরী।
ইফার জেলা ফিল্ড অফিসার আলী আজগর ও ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাওঃ আসাদুজ্জামান। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মাওঃ মোঃ গোলাম কিবরিয়া। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ আঃ ছালাম। উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড গোর-এ-গরীবা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওঃ আবদুর রশিদ তালুকদার, জেলা ইমাম সমিতির নেতা মাওঃ এএইচএম হাবীবুল্লাহ, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, গুপ্টি বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি এসএম জাকির হোসাইন, ইফার শিক্ষক সমিতির সভাপতি মাওঃ মোস্তফা মীর ও সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোঃ রুহুল আমিনসহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমামগণ।
জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান সভাপতির বক্তব্যে বলেন, ইমামরা সমাজে শ্রদ্ধার পাত্র। জুমার খুতবায় তাদের বক্তব্য সকলে মনযোগ দিয়ে শোনেন। তাই সমাজের ভালো কাজের বিষয়গুলো বিষয়ভিত্তিক আলোচনায় আনতে হবে। তিনি আরোও বলেন, পৃথিবীতে ভালো অবস্থানে বাংলাদেশ রয়েছে। আর বাংলাদেশে যতগুলো জেলা আছে তার মধ্যে শান্তি-সমৃদ্ধির জায়গা হলো চাঁদপুর। তিনি চাঁদপুরকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত