• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জব্দকৃত মা ইলিশ নিলামে বিক্রি সম্পন্ন

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে মা ইলিশ প্রজনন মৌশুমে পদ্মা-মেঘনায় বিভিন্নভাবে জব্দকৃত কোল্ড স্টোরে রাখা ইলিশ নিলামে বিক্রি সম্পন্ন হয়েছে।গতকাল ১৮ ডিসেম্বর মঙ্গলবার জব্দকৃত ১'শ মণ ইলিশ ওপেন হাউজে বিক্রি করা হয়েছে।ইলিশ বিক্রির এই নিলাম পরিচালনা করেন,অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট সৈয়দ মোঃ কায়ছার মোশাররফ ইউসুফ,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন,সহকারী পুলিশ সুপার(চাঁদপুর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী,চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হারুনর রশিদ,সি জি এম কোর্ট প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুন মিয়া,নাজির মোঃ ফকরুদ্দিন,চাঁদপুর মডেল থানার এস অাই পলাশ বড়ুয়া প্রমুখ।নিলামে ১'শ ১৫ টাকা কেজি দরে মোট ১'শ মণ ইলিশ ৪ লক্ষ ৬০ হাজার টাকায় মাছ বিক্রি হয়।মাছ ক্রয় করেন চাঁদপুর মৎস বনিক সমবায় সমিতি সভাপতি অাব্দুল খালেক মাল।নিলাম প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার(চাঁদপুর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান,এই ইলিশ মাছ বিক্রির সম্পূর্ণ টাকাই সরকারি কোষাগারে জমা হবে।মানুষকে ইলিশ প্রজননের সময় সরকারি অাইন মেনে ইলিশ না ধরার অনুরোধ জানাই।

সর্বাধিক পঠিত