• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মহামায়ায় শীতার্তদের মাঝে প্রভাতের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘আর্তের তরে সেবা দান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহ্বান’ এ স্লোগানে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, মহামায়া শাখার উদ্যোগে দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ১৫ ডিসেম্বর সকাল ১১টায় মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
    প্রভাত মহামায়া শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রভাত সমাজকল্যাণ সংস্থা কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমির হোসেন রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রভাত মহামায়া শাখার উপদেষ্টা মোঃ কামাল হাজী, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ শামসুজ্জামান পাটওয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বুলবুল আহসান, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুুল ইসলাম তুষার, যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার হাজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ নিলক আহসান পাটওয়ারী। প্রভাত মহামায়া শাখার সদস্য হাফেজ মোঃ ইমাম হোসেনের কোরআন তেলাওয়াতের শুরু দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ জুয়েল হাজী।

সর্বাধিক পঠিত