চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা
চাঁদপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-৩ ( ইউজিআইআইপি-৩)-এর আওতায় নগর পরিচালন উন্নতিকরণ কর্মসূচি (ইউজিআইএপি) বাস্তবায়নের লক্ষ্যে নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পানির অপচয় রোধ, নদীতে ময়লা-আর্বজনা না ফেলা, পরিবেশের সৌন্দর্য রক্ষা করা, নির্মাণাধীন ড্রেন নির্মাণ কাজের গুণগত মান যাচাই করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- নিয়ে ব্যাপক আলোচনা হয়। পৌর প্যানেল মেয়র শাহনাজ বেগমের সভাপ্রধানে আয়োজিত সভায় চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক টিএলসিসি সদস্য রোটাঃ কাজী শাহাদাত টিএলসিসির সদস্য ও চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি আবুল কালাম পাটওয়ারীর রুহের মাগফেরাত কামনা করেন। শহরের জোড় পুকুরপাড়কে সৌন্দর্যময় করে গড়ে তুলে আবুল কালাম পাটওয়ারী চত্বর নামকরণ করার দাবি জানান। তিনি বলেন, আমরা জীবিত মানুষকে যেভাবে মনে রাখি, সেভাবে কিন্তু মৃত মানুষকে মনে রাখি না, তার কর্মকা-কে সহজেই আমরা ভুলে যাই। তিনি আরো বলেন, মরহুম আবুল কালাম পাটওয়ারী গত টিলসিসির সভায় শহরের জোড় পুকুরপাড়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে মেয়র মহোদয়ের নিকট প্রস্তাব করেছিলেন। আমরা চাই তার শেষ ইচ্ছা পূরণ হোক। তিনি চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদকে একজন প্রচার বিমুখ মেয়র উল্লেখ করে বলেন, পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। যা আমাদের অনেকেরই জানা নেই, তা আমাদের জানতে হবে। তিনি এজন্যে পৌরসভায় একজন জনসংযোগ কর্মকর্তা নিয়োগের জন্যে প্রস্তাব করেন। যাতে সহজেই পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জানা যায়। তিনি স্বাস্থ্য সেবার মানোন্নয়নে খ-কালীন সময়ের জন্যে হলেও পৌরসভায় একজন ডাক্তার নিয়োগের প্রস্তাব করেন। মাইকের শব্দ নিয়ন্ত্রণসহ পৌর এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
পৌর সচিব আবুল কালাম ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন এবং চাঁদপুর ক্যাবের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তত্ব জীবন কানাই চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বর্তমান সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী, হানী সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালের নির্বাহী পরিচালক ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দিলীপ, নগর পরিচালনাবিদ মোঃ সাজ্জাত ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, আয়েশা খানম, পৌর প্রশাসনিক কর্মকর্তা মফিজউদ্দিন হাওলাদার, পৌর বস্তিউন্নয়ন কর্মকর্তা চন্দন ঘোষ, ইউএনডিপি কর্মকর্তা আঃ কাইউম, সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সিদ্ধার্থ কুমার সাহা প্রমুখ।
সভায় বক্তাগণ পৌরসভার সৌন্দর্য বৃদ্ধিসহ যানজট নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, নিজেরা সচেতন না হলে পরিবেশের উন্নয়ন করা সম্ভব নয়। এজন্যে আমাদের সকলের সচেতন হতে হবে। তারা নদীর পরিবেশ রক্ষায় নদীতে ময়লা-আবর্জনা না ফেলার জন্যে পৌরবাসীকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান। সভায় টিএলসিসি সদস্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাবেক পরিচালক ও চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সভাপতি পরেশ মালাকার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মহিলা কাউন্সিলর লায়লা হাসান চৌধুরী, পৌর কাউন্সিলর নাছির চোকদার, বাহাদুর খান, আলমগীর গাজী, আলমগীর খান প্রমুখ।