মৈশাদী ডিজিটাল সেন্টারে মাসিক আইনশৃঙ্খলা উন্নয়ন সভা
চাঁদপুর সদর উপজেলায় ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ডিসেম্বর রোববার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলার শ্রেষ্ঠ ইপি চেয়ারম্যান মোহাম¥দ মনিরুজ্জামান মানিক ।
ইউপি সচিব আবু বকর সিদ্দিক মানিকের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির। অন্যান্যের মধ্যে চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক বিএম জাকির, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ লিটন সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি খান আব্দুর সাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, সমাজসেবক নুরুজ্জামান খান বাবলু, প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, ইউপি মেম্বার মোশারফ হোসেন বেপারী, যুবদল সভাপতি ফরিদ বেপারী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল মৃধা প্রমুখ।
মাসিক আইনশৃৃংখলা সভায় বক্তারা বলেন, মৈশাদী ইউনিয়নের একটি ঐতিহ্য রয়েছে। যে দল ক্ষমতায় আসুক কোনো প্রতিহিংসা নয়, সকলে মিলে মিশে এক হয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি যাতে না হয় এবং শান্তিপূর্ণভাবে যেন ভোট গ্রহণ সম্পন্ন হয় সে জন্যে সকল রাজনৈতিক দল ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সহযোগিতা প্রত্যাশা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড মেম্বার মোঃ হাকিম গাজী, ২নং ওয়ার্ড মেম্বার কালাম বেপারী, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বেপারী, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ বারেক খান, ৮নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন খান, ৯নং ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, সংরক্ষিত মহিলা মেম্বার সাহিদা বেগম, শিল্পী আক্তার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবুল মৃধা কালু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রুবেল বেপারী, ছাত্রদল সভাপতি জিয়াউল হক মজিব, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু মিজি প্রমুখ।