• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর-২ আসনে অ্যাডঃ নূরুল আমিন রুহুলের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় আনন্দ সভা

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডঃ নূরুল আমিন রুহুলের দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় মতলব উত্তরে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী। সভাশেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়া এ খবর ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলার বিভিন্ন মসজিদে তাঁর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
    আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের সঞ্চালনায় আনন্দ সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও  ছেঙ্গারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহীনুর বেপারী, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডঃ সেলিম মিয়া, ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, দিদার মোল্লা, মুক্তিযোদ্ধা নূরুল হক, মোবারক হোসেন মুফতী, যুবলীগ নেতা ওমর খান, বোরহান উদ্দিন সরকার, নকিব উদ্দিন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা মুছা, মমিনুল ইসলাম, ফখরুল, মিজান প্রমুখ।
    উল্লেখ্য, শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় চূড়ান্ত মনোনয়ন মোঃ নূরুল আমিন রুহুলকে দেয়া হলো এবং তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্যে অনুরোধ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত