• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হানারচর ইউনিয়ন আওয়ামী পরিবারের সাথে ডাঃ দীপু মনির সাক্ষাৎ ও কুশল বিনিময়

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের বৃহত্তর আওয়ামী পরিবারের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। দীপু মনির আগমনের খবর শুনে ইউনিয়নের বৃহত্তর আওয়ামী পরিবারের হাজার হাজার নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যরা হাজির হয়ে তাকে বরণ করে নেন। গতকাল শনিবার সকালে পথমেই তিনি হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবু ছৈয়ালের বাড়ির উঠানে ১, ৪ ও ৮নং ওয়ার্ডের নেতৃবন্দ ও তাদের পরিবারের সাথে কুশল বিনিময় ও সাক্ষাৎ করেন। পরে তিনি খুর্শিদা মেম্বারের বাড়ি ও ইউনিয়ন চেয়ারম্যান ছাত্তার রাঢ়ীর বাড়ির উঠানে ওই এলাকার আওয়ামী পরিবারের হাজার হাজার নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, সদস্য আব্দুল গনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহানুর শাবনু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজোয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক শাহাজাদা আখন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী, সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু ছৈয়াল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক মকবুল মিয়াজী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খুরশিদা বেগম, হানারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত