মহামায়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালিত
সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রভাত সমাজকল্যাণ সংস্থা’ মহামায়া শাখার স্বেচ্ছাসেবীরা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালন করেছে। এ উপলক্ষে গতকাল ৫ ডিসেম্বর বুধবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। একটি নতুন বিশ^গড়ার লক্ষ্যে এ দিবসে স্বেচ্ছাসেবীরা তাদের অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।
সংগঠনের আয়োজনে স্বেচ্ছায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রেসার নির্ণয়, থেলাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও কেক কাটার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। প্রভাত মহামায়া শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপ্রধানে ও সহ-সভাপতি জুয়েল হাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল বেপারী। তিনি তার বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমান বিশে^ অনেক আছে। কিন্তু স্বেচ্ছায় মনমানসিকতা নিয়ে কাজ করার মত এমন সংগঠন খুঁজে পাওয়া খুবই দুর্লভ। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে মানুষের উপকারে কাজ করে সুনাম অর্জন করেছে। আগামীতেও যেন এমন ধারা অব্যাহত থাকে সংগঠনটির সকলের কাছে এটাই আশা করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাত মহামায়া শাখার উপদেষ্টা মোঃ কামাল হাজী। উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোঃ মিজান পাটওয়ারী, মহামায়া সেবা ফার্মেসীর স্বত্বাধিকারী রাসেল বকাউল, ফেমাস স্টুডেন্ট কেয়ারের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, প্রভাত মহামায়া শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হানিফ হোসেন, ক্রীড়া সম্পাদক শামীম হোসেন, সদস্য রিয়াদ বেপারী, ফারুক হোসেন, মেহেদী হাসান, শাহাদাত হোসেন, রবিন পাটওয়ারী, প্রভাত ফরিদগঞ্জ শাখার সদস্য ইয়াছিন হোসেন প্রমুখ।