ফরিদগঞ্জে বিভিন্ন ভাতা ডিজিটাল উপায়ে প্রদান শীর্ষক মতবিনিময়
ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদেয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা ডিজিটাল উপায়ে প্রদানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সভাপ্রধানে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ। তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে ৬৪ লাখ নারী-পুরুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করছে। ফরিদগঞ্জে প্রায় ১৯ হাজার লোক এ সুবিধা গ্রহণ করছেন। কিন্তু এসব ভাতাগ্রহণে নানা সময়ে হয়রানির শিকার হতে হয় বিভিন্ন কারণে। তাই সরকার ডিজিটাল উপায়ে আপনাদের ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এখন আর আপনাকে নির্দিষ্ট সময়ে ব্যাংকে এসে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার একাউন্টে এসব ভাতা চলে যাবে। আপনাদের দেয়া মোবাইল ফোন নাম্বারেই এসব তথ্য পেয়ে যাবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মাহফুজুল হক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, পৌর সচিব একেএম খোরশেদ আলম, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন ও খোতেজা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদগঞ্জে প্রায় তিন ক্যাটাগরিতে প্রায় ১৯ হাজার সুবিধাভোগী রয়েছে।