বিজয় মেলা মঞ্চে জীবনদীপের সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে অনলাইন রক্তদাতা গোষ্ঠী জীবনদীপের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদাতাদের মাঝে ডোনার কার্ডসহ প্রশংসাপত্র বিতরণ করা হয়েছে। গত ১ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়ছি। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। এ দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। যদি আমরা সকলে মিলে দেশের উন্নয়নে সচেষ্ট হই তাহলেই আমরা সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে পারব, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ করতে পারব। তারা জীবনদীপের কার্যক্রমের প্রশংসা করে বলেন, স্বতঃপ্রণোদিত হয়ে অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার যে সামাজিক সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছেন তা ইতিমধ্যে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। আমাদের সকলের উচিত মানুষের জন্যে, সমাজের জন্যে সামর্থ্য অনুযায়ী কিছু কাজ করা। তারা স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয়মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বিশিষ্ট লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, বিজয়মেলার মহাসচিব হারুন আল রশীদ, চট্টগ্রামস্থ চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আহ্বায়ক সাহাবউদ্দিন মজুমদার, মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযুষ কান্তি রায় চৌধুরী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লীলা মজুমদার, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, ই হক কোচিং সেন্টারের পরিচালক ডি কে মৃদুল, চাঁদপুর ভ্যাকসিন সেন্টারের পরিচালক মোঃ মুকবুল হোসেন প্রমুখ। পরে অনুষ্ঠানের পরিচালক প্রভাষক এস কে সুদীপের পরিচালনায় শিক্ষক সুরঞ্জিত কর, ডানা দেবনাথ, জাহাঙ্গীর হোসেন, অসীম দাস, মুক্তা বেগম প্রমুখ সংগীত পরিবেশন করেন।