বাঙালি সংস্কৃতি মঞ্চ চাঁদপুর জেলা শাখার কমিটিতে রদবদল
ভারপ্রাপ্ত সভাপতি জ্যোৎস্না মজুমদার, যুগ্ম সম্পাদক হানিফ, আলাউদ্দিন, মোয়াজ্জেম, সুমন রায় ও শাহজালাল
বাঙালি সংস্কৃতি মঞ্চ (জাতির জনকের আদর্শে উজ্জীবিত সাংস্কৃতিক সংগঠন সমূহের) চাঁদপুর জেলা শাখা কমিটির গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার বিকেলে সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সহ-সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরীর সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক দৌলত হোসেন শান্ত। সভায় সকলের সম্মতিক্রমে বর্তমান কমিটির কার্যকরী সদস্য জ্যোৎস্না মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতি পদে মনোনীত করা হয়। সে সাথে কমিটিতে যুগ্ম সম্পাদক পদে শেখ মোঃ হানিফ, আলাউদ্দিন শান্ত, মোঃ মোয়াজ্জেম হোসেন, সুমন রায় ও শাহজালাল খান রাসেলকে মনোনীত করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, ২০০৮ সাল ও ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে যেভাবে স্বাধীনতার সপক্ষে কাজ করা হয়েছিলো, ঠিক সেভাবেই এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অনিমা সেন চৌধুরী, আলাউদ্দিন মৃধা খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম যুবরান চৌধুরী শোভন, সদস্য মোঃ নয়ন প্রমুখ।