• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নির্বাচন কেন্দ্রীক মোটরসাইকেল মহড়া এক অজানা আতঙ্ক

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত থানার একদল পুলিশ মোটরসাইকেল মহড়া দিয়েছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে বের হওয়া মোটরসাইকেলের এ মহড়াটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
    থানা পুলিশ জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপ্রিয় ফরিদগঞ্জের সর্বত্র যেনো শান্তিশৃঙ্খলা বজায় থাকে তার জন্যে সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধীদের হুঁশিয়ারি দিতে পুলিশের এই মোটরসাইকেল মহড়া। নির্বাচনকে কেন্দ্র করে কোনো দল কিংবা তাদের দলের নেতা-কর্মী বা তাদের অনুসারীরা যাতে এলাকায় কোনো সহিংস কর্মকা- চালাতে না পারে সেজন্যে পুলিশের পক্ষ থেকে কঠিন নজরদারি রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
    গত শনিবার বিকেলে দেখা যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ প্রায় অর্ধশত মোটরসাইকেলের বহর নিয়ে বের হয়। পুলিশের বিশেষ পোশাকে সজ্জিত এই মোটরসাইকেল মহড়া দেখে অপরাধীরা আতঙ্কগ্রস্ত হয়েছে। আর সাধারণ মানুষের মধ্যে একরকম স্বস্তি দেখা গেছে।
    এ ব্যাপারে হারুনুর রশিদ চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, শান্তিপ্রিয় এ ফরিদগঞ্জে যেনো নির্বাচনকে কেন্দ্র করে কোনো অশান্তি সৃষ্টি করা না হয় সেজন্যেই পুলিশের এই মহড়া। অনুরূপ মহড়া ফরিদগঞ্জের প্রতিটি এলাকায়ই চলবে বলে তিনি জানান।

 

সর্বাধিক পঠিত