• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা আওয়ামী লীগ নেতা শহিদ উল্লাহ মাস্টারের সুস্থতায় দোয়া কামনা

প্রকাশ:  ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি শহিদ উল্লাহ মাস্টার অসুস্থ হয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শনিবার চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাঁকে ডাঃ জে আর ওয়াদুদ টিটু চিকিৎসা দেন। পরে দলীয় নেতা-কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্মরত ডাক্তার তাঁর অবস্থা দেখে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তির নির্দেশ দেন। তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্য ও তাঁর শুভানুধ্যায়ীগণ।

 

সর্বাধিক পঠিত