চাঁদপুর দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা
বাংলাদেশ দলিল লেখক সমিতি চাঁদপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নূর আলম ভূঁইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রেজা।
সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লালের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার সেলিম মল্লিক, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, সহ-সভাপতি মীর হোসেন আজাদ, নজরুল ইসলাম বাবুল, আলহাজ্ব আব্দুল গাফফার, উপদেষ্টা মজিবুর রহমান খান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এম মুকতার আহমেদ, হাজী সিদ্দিকুর রহমান, আবুল কালাম আজাদ, আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খন্দকার, নাছির উদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক আলী আকবর ও দপ্তর সম্পাদক এসএম মঞ্জুর।
নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন : সহ-সভাপতি আবুল হোসেন গাজী, গোলাম হোসেন খান, শঙ্কর পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির পাটওয়ারী, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল মোস্তফা তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মফিজ উল্যা মিয়াজী, আফসার উদ্দিন মুন্সি, অর্থ সম্পাদক এমআই মমিন খান, সহ-অর্থ সম্পাদক আকতারুজ্জামান, প্রচার সম্পাদক আবুল খায়ের, সহ-প্রচার সম্পাদক শাহ পরাণ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মানিক, আইন বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আহমেদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক হাবিব উল্যাহ মিয়াসহ সকল সদস্য।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। পরে অতিথি এবং নব-নির্বাচিত জেলা দলিল লেখক সমিতির সকলকে অভিষেক অনুষ্ঠানের ক্রেস্ট প্রদান করা হয়।