• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পিতা ব্যাংকার আবদুর রাজ্জাক খানের দাফন সম্পন্ন

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০১৮, ১৩:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সদস্য আবদুর রহিম খানের পিতা জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার চাঁদপুর শহরের মমিনপাড়া নিবাসী মরহুম আবদুর রাজ্জাক খানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব মাওঃ কাজী নিজামুল হক। জানাজাপূর্বে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রহিম, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন, মসজিদে গোর-এ-গরিবা কমপ্লেক্সের খতিব মাওঃ আব্দুর রশিদ। জানাজার নামাজ শেষে তাঁকে বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, আবদুর রাজ্জাক খান বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। আবদুর রাজ্জাক খান গত শুক্রবার চাঁদপুর শহরে সিএনজি স্কুটারের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হলে প্রথমে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টায় তিনি মৃত্যুবরণ করেন।

 

সর্বাধিক পঠিত