• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে নির্মাণাধীন বহুতল ভবন ঝুঁকির মুখে

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০১৮, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা শহীদ মুক্তিযোদ্ধা সড়কের উত্তর পাশ লাগোয়া (লেকের উত্তর পাশে) নির্মাণাধীন একটি বহুতল ভবন ঝুঁকির মধ্যে রয়েছে। পথচারীসহ সাধারণ মানুষ আতঙ্কিত। এই বহুতল ভবনের পাশ দিয়ে পৌরসভা ড্রেন নির্মাণ করার জন্যে মাটি কাটতে গেলে ভবনটির নীচতলার একপাশে গাইড ওয়ালটি ধসে পড়ে। ফলে ভবনটি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যায়।
    জানা গেছে, চাঁদপুর শহরের গুয়াখোলার বাসিন্দা দুলাল সরকারের মালিকানাধীন শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ বেস্ট ইলেকট্রনিক্সের শো-রুমটির ১২তলা ভবনের এখনও নির্মাণ কাজ চলছে। এদিকে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের জলাবদ্ধতা দূর করতে নগর উন্নয়ন পরিকল্পনায় ড্রেনেজ ব্যবস্থার কাজ করছে। এ কাজের অংশ হিসেবে শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ এসবি খালের (সাবেক শাপলা স্টুডিও) পুলের কাছ থেকে পূর্বদিকে নতুন ড্রেন নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। বর্তমানে ড্রেন নির্মাণ কাজটি মহিলা কলেজের সড়কের কাছে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ড্রেনের কাজ চলাকালে নির্মাণাধীন ১২তলা ভবনটির নীচতলার পূর্ব দক্ষিণ কোণের গাইড ওয়ালটি ধসে পড়ে। তখন ড্রেন নির্মাণ শ্রমিকরা দ্রুত বাঁশ, কাঠ দিয়ে এটি সাপোর্ট দিয়ে রাখে। জনগণ বলছে, ভবনটি এমনিই ঝুঁকির মধ্যে নির্মাণ করছে বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, বহুতল এ ভবনটি স্বয়ংসম্পূর্ণ মজবুত পিলারের উপর ভর করে উপরের দিকে উঠছে না। তার উপর এখন আবার এ দুর্ঘটনায় ভবনটি আরো ঝুঁকির মধ্যে পড়লো।
স্থানীয়রা জানায়, বর্তমানে এই বহুতল ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। তবে ভবন মালিকের পক্ষের লোকজন বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভবনটি মাটির নীচ থেকে মজবুতভাবে করা হয়েছে। ড্রেনের কাজ শেষ হলে ধসে যাওয়া স্থানের মেরামত করা হবে।

সর্বাধিক পঠিত