• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা

সড়ক দুর্ঘটনায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পিতার মৃত্যু

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০১৮, ১২:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সদস্য আবদুর রহিম খানের পিতা, জনতা ব্যাংক লিঃ-এর সাবেক ম্যানেজার, চাঁদপুর শহরের মমিনপাড়া নিবাসী আবদুর রাজ্জাক খান গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
    জানা যায়, আবদুর রাজ্জাক খান গত শুক্রবার চাঁদপুরে সিএনজি স্কুটারের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সকল ধর্মপ্রাণ মুসল্লিকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ডাঃ দীপু মনি এমপির শোক
    জনাব আবদুর রাজ্জাক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। এক  শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপির শোক
    জনাব আবদুর রাজ্জাক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদকের শোক
    জনাব আবদুর রাজ্জাক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এবং চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
    

 

সর্বাধিক পঠিত