• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রয়াত আওয়ামী লীগ নেতা ও স্বজনদের কবর জেয়ারত করলেন ডাঃ দীপু মনি

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৮, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রয়াত নানা-নানী, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, মরহুম আব্দুল করিম পাটওয়ারীসহ আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি।
    গতকাল ২৮ নভেম্বর বুধবার সকালে প্রথমেই ডাঃ দীপু মনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর কবর জিয়ারত করেন। এরপর তিনি ভাষা সৈনিক মরহুম আবুল কাশেম চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম রফিউদ্দিন (সোনা আখন্দ), বেগম ইন্ডাস্ট্রিজের মালিক হাবিবুর রহমানের মা আমেনা খাতুন, সাবেক পৌর চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা মরহুম নূরুল হক বাচ্চু মিয়াজীর কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।
    পরে তিনি গুণরাজদী এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়া, সদ্যপ্রয়াত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক মন্টু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম লুৎফুর রহমান পাটওয়ারী, প্রয়াত পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারীর কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
    দুপুরের পর তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম ও প্রয়াত আওয়ামী লীগ নেতা গণেশ কর্মকারের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
    এরপর দীপু মনি চাঁদপুর পৌর গোরস্থানে তাঁর নানা চাঁদপুরের প্রথম মুসলিম উকিল মরহুম আব্দুল হাকিম, নানী সাইয়েদুন্নেছা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টার, আওয়ামী লীগ নেতা খালেছুর রহমান জাকিরের কবর জিয়ারত শেষে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।
    সবশেষে দীপু মনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পিতা, সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আব্দুল করিম পাটওয়ারী ও তাঁর সহধর্মিণী ফাতেমা করিমের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।
    এই সফরকালে ডাঃ দীপু মনির সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ নেতা ইমাম হাসান বাদশা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন খান, সাবেক ছাত্রলীগ নেতা নূরুল হায়দার সংগ্রাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন জীবন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ ফারুক আহমেদ কাকন প্রমুখ।

 

সর্বাধিক পঠিত