তরপুরচন্ডীতে আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ খন্দকারের ইন্তেকাল
ডাঃ দীপু মনির শোক
চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ খন্দাকার (৬৬) আর বেঁচে নেই। তিনি তরপুরচ-ী ইউনিয়নের (৪নং ওয়ার্ড) নিজ বাড়িতে শাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ শহীদুল্লাহ খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ দীপু মনি। এক শোকবার্তায় ডাঃ দীপু মনি বলেন, শহীদুল্লাহ খন্দকারের মৃত্যুতে তাঁর নিজ এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি রাজনৈতিক আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত কর্মী ছিলেন। রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি দলের সকল কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।
গতকাল বাদ আছর মরহুমের বাড়ির মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে মরহুমের উপর স্মৃতিচারণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। জানাজার নামাজে ইমামতি করেন বাইতুর রহমান জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ ইয়াছিন আরাফাত।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ মিয়াজীর সঞ্চালনায় আরো স্মৃতিচারণ করেন তরপুরচ-ী ইউপির বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সাবেক চেয়ারম্যান মোঃ সহীদ কাজী ও সরদার রফিকুল ইসলাম, চাঁদপুর সদর যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, মরহুমের বড় ছেলে মোঃ হাসান শরীফ খন্দকার।