• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৮

সাংস্কৃতিক পরিষদের যৌথ সভা

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ১২:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৮-এর সাংস্কৃতিক পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় যে ৩৬টি সংগঠন বিজয় মেলায় অংশগ্রহণ করবে ওইসব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে সামঞ্জস্য রেখে সকল সংগঠন তাদের সাংস্কৃতিক কর্মকা- এই বিজয় মঞ্চে উপস্থাপনের লক্ষ্যে বিজয় মেলা সাংস্কৃতিক পরিষদ সংগঠনের প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন।
গত ২৬ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে সাস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকারের সভাপ্রধানে ও সদস্য সচিব মৃণাল সরকারের পরিচালনায় সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান ও মহাসচিব হারুন আল-রশীদ। এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলারমুখ সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অজিত সাহা, বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের যুগ্ম আহ্বায়ক কৃষ্ণা সাহা, নতুনকুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম সরকার, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এমআই মমিন খান, হাওয়াইন গিটার পরিষদের দিলীপ দাস, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, সুরধ্বনি সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক ইয়াহিয়া কিরণ, উদয়ন সঙ্গীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, হাজীগঞ্জ সারদা দেবী সঙ্গীত একাডেমির প্রতিনিধি বিরেন সাহা, কণ্ঠশিল্পী তাহমিনা হারুন, বিবেকানন্দ যুবসংঘের সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মিজান লিটন, পুনাক সঙ্গীত পরিচালক শিপ্রা মজুমদার, নটমঞ্চের প্রতিষ্ঠাতা পিএম বিল্লাল হোসাইন, রক্সি মিউজিক্যাল গ্রুপের বিশ্বজিৎ কর রানা, মৃত্তিকা সাংস্কৃতিক সংগঠনের আফসার বাবু, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন, চাঁদপুর মঞ্চের সালমানসহ অন্যরা।

 

সর্বাধিক পঠিত