• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত দীপু মনি

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০১৮, ১২:০৬ | আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১২:০৮
নিজস্ব প্রতিবেদক
হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন ডাঃ দীপু মনি এমপি।
প্রিন্ট

চাঁদপুর সদর ও হাইমচরের অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। তিনি এ আসনে দলের মনোনয়ন পেয়ে গতকাল সোমবার ঢাকা থেকে চাঁদপুর আসলে দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী ও অসংখ্য সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ উষ্ণ ভালোবাসায় সিক্ত করেন। মুহূর্মুহু করতালি ও সস্নোগানে সস্নোগানে জনতা তাঁকে স্বাগত জানায়। অসংখ্য মানুষের মাঝে মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো। লঞ্চঘাট থেকে জনস্রোতের সাথে ডাঃ দীপু মনি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসার পথে বিভিন্ন বাসা-বাড়ি থেকে অগণিত নারী-পুরুষ হাত নেড়ে দীপু মনিকে অভিনন্দন জানান। দীপু মনি এ সময় অনেকের সাথে হাতও মিলান। সে এক অভূতপূর্ব দৃশ্য ছিলো।

সর্বাধিক পঠিত