পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চাঁদপুর শহরের টেকনিক্যাল স্কুলের পূর্ব পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে কাজ করা অবস্থায় পড়ে মোঃ আলমগীর (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ২৬ নভেম্বর সোমবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আলমগীর ফরিদগঞ্জ উপজেলার শোল্লা এলাকার আইটপাড়া গ্রামের ওবায়েদ উল্যাহর ছেলে। তিনি এক পুত্র সন্তানের জনক। তিনি দীর্ঘদিন এ ভবনে নির্মাণ কাজ করছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেলে এ ঘটনার পর অন্য শ্রমিকরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্যে ওই শ্রমিকের মরদেহ বর্তমানে সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে সংবাদ পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে এসে পেঁৗছায়। আলমগীরের এ করুণ মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে আবেদন করেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করবো।