• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এলডিপি থেকে প্রফেসর আব্দুল্লাহ আজ মনোনয়নপত্র জমা দেবেন

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০১৮, ১১:৫৮ | আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১২:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে এলডিপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর এম আব্দুল্লাহ আজ মনোনয়নপত্র দাখিল করবেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, চাঁদপুরের সজ্জন ব্যক্তি হিসেবে স্বীকৃত প্রফেসর এম আব্দুল্লাহ ইতিপূর্বে দুই দুইবার চাঁদপুর সদর ও হাইমচর আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি বিএনপির টিকেটে এমপি নির্বাচিত হন। এমপি থাকাকালে তিনি চাঁদপুর সদর ও হাইমচরে বেশ কিছু উন্নয়ন কর্মকা- করেছেন। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক পটপরিবর্তনে তিনি কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপিতে যোগ দেন।

সর্বাধিক পঠিত