• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশ্বাসের প্রতিদান পেলেন শামছুল হক ভূঁইয়া

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০১৮, ১১:৫৩ | আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১১:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নভেম্বর মাসের শুরু থেকে ফরিদগঞ্জসহ চাঁদপুরের প্রায় সকল আসনের আওয়ামী লীগসহ অন্য দলের একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা যখন ঢাকায় অবস্থান করে মনোনয়ন নিশ্চিতের জন্যে দৌড়ঝাঁপ দিচ্ছেন, লবিং করছেন, ঠিক তখন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পুনরায় এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঢাকামুখী না হয়ে নিয়মিত এলাকায় সময় দিয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, আওয়ামী মহিলালীগ, ওলামা লীগসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় করেছেন। বিশেষ বর্ধিত সভা করে নেতা-কর্মীদের কাছ থেকে নির্বাচন নিয়ে তাদের ভাবনা জেনেছেন এবং নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিয়েছেন।

এসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রায়ই বলেছেন, আমিই ফরিদগঞ্জ থেকে নৌকার প্রার্থী এবং আল্লাহ চাইলে আমিই জয়ী হবো। এসব কথা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া হলেও কেউই মুখ ফুটে কিছু বলেন নি। বিষয়টি অনুধাবন করে গত ২১ নভেম্বর ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাঁর এসব কথা বলার কারণ ব্যাখ্যা দেন। তিনি বলেন যে, একজন মুসলমান হিসেবে তিনি কোরআন ও সুন্নাতে বিশ্বাস করেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর গত প্রায় ৫ বছরে উন্নয়ন কর্মকা-ের মাধ্যমে অবহেলিত ফরিদগঞ্জকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে এসেছেন, প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে অঙ্গ ও সহযোগী সংগঠনে নূতন নেতৃত্ব এনে গতিশীলতা দিয়েছেন। ফরিদগঞ্জে ঘুমিয়ে পড়া আওয়ামী লীগকে আবারো জাগিয়ে তুলেছেন। ফলে যেই আসনে নিশ্চিত পরাজয় জেনে কেউই প্রার্থী হওয়ার সাহস পেত না, কিন্তু সেই আসনে একাদশ সংসদ নির্বাচনে অন্তত এক ডজন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন চেয়েছেন। ফলে এ কথা নির্দ্বিধায় বলা যায়, ফরিদগঞ্জে আওয়ামী লীগ জেগে উঠেছে। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে শেষ মুহূর্তে হলেও মাঠে কাজ করেছেন। এসব কাজ করার পাশপাশি তাঁর মহান আল্লাহর উপর এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর দৃঢ় বিশ্বাস ছিল যে , ফরিদগঞ্জে আওয়ামী লীগের খনিকে জাগিয়ে তুলে নৌকার বিজয় নিশ্চিত করতে নেত্রী তাঁকেই পুনরায় মনোনয়ন দিবেন। তাই তিনি বিভিন্ন সভায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধতা আরো সুদৃঢ় করতে এসব কথা বলেছেন। ঢাকায় অযথা না ঘুরে এলাকায় এসে নেতা-কর্মীদের সাথে সময় দিয়েছেন। নৌকার জয় নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন।

সর্বশেষ গত ২৫ নভেম্বর রোববার সকল মনোনয়ন প্রাপ্ত যখন ঢাকায় সভানেত্রীর পত্র নিয়ে আসতে ধানমন্ডিমুখী, তখন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ফরিদগঞ্জ মুক্ত দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে অবশ্য অনুষ্ঠান শেষ করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর পূর্বে আলোচনা সভায় তিনি বলেন, আমি ঢাকায় না গিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, শহীদ পরিবারের সন্তান হিসেবে ফরিদগঞ্জ মুক্ত দিবসে উপস্থিত বীরমুক্তিযোদ্ধাদের কাছ থেকে দোয়া নিতে। যাতে তাদের দোয়ার বরকতে দলীয় মনোনয়নের সম্মান যথাযোগ্য মর্যাদায় নৌকার বিজয়ের মাধ্যমে দিতে পারেন।

সর্বাধিক পঠিত