• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর-৫ আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের মনোনয়নপত্র দাখিল

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০১৮, ১১:৪৯ | আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১১:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নিকট তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সাথে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এবারসহ ৫ম বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি এ আসনে এর পূর্বে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পান। তিনি মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বাধিক পঠিত