ড. মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়ন বহাল রাখার দাবিতে কচুয়ায় সংবাদ সম্মেলন
নেতা-কর্মীদের গণহারে পদত্যাগের কঠোর হুুঁশিয়ারি
চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির মনোনয়ন বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিবুল হাসানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শহীদ উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভঁূইয়া, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান। উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছের খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম খলিল বাদল, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করবো। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যের অবগতির জন্যে আমরা বলতে চাই, চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়নপত্রে ড. মহীউদ্দীন খান আলমগীরের পাশাপাশি মোঃ গোলাম হোসেনের নাম রাখা হয়েছে, যা আমরা কখনো আশা করিনি। ইতিপূর্বে গোলাম হোসেন কখনো উপজেলা আওয়ামী লীগের কোনো কর্মকা-ে সম্পৃক্ত হননি। ড. মহীউদ্দীন খান আলমগীরের পরিবর্তে অন্য কাউকে মনোনীত করার ফলে অনিবার্যবশত ফলাফল বিপর্যয় হলে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর দায় নেবে না। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের ঐক্যমতে ও সিদ্ধান্ত মতে গণহারে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করবে বলেও সম্মেলনে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়।