হাইমচরে মিষ্টি বিতরণ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে ডাঃ দীপু মনিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। চাঁদপুর শহরের নতুন বাজারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর উদ্যোগে এ মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম সালাউদ্দিন, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম বাদল, আরিফ পাটোয়ারী, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ মোফাজ্জল হোসেন পাটোয়ারী, কালু গাজী, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ খান প্রমুখ।