• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জীবনদীপের সহায়তায় রক্ত পেলেন এক প্রসূতি নারী

প্রয়োজনের সময় যারা পাশে এসে দাঁড়ায় তারাই প্রকৃত বন্ধু : অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সেবামূলক প্রতিষ্ঠান জীবনদীপের সহায়তায় রক্ত পেলেন এক প্রসূতি নারী। জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ফারুক স্বর্ণকারের প্রসূতি বোন জান্নাতুল ফেরদৌস গত ২৩ নভেম্বর শুক্রবার শহরস্থ মিডল্যান্ড হাসপাতালে ভর্তি হন। কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি না হওয়ায়, রাতে তার সিজার করানো হলে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দেয়। ফলে তার আত্মীয়-স্বজন জরুরি ভিত্তিতে ‘এ’ পজেটিভ রক্তের জন্য বিভিন্নজনের সাথে যোগাযোগ করেন। কিন্তু তা না পেয়ে রাত ১০টায় জীবনদীপের প্রতিষ্ঠাতা ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের কাছে ছুটে আসেন। সংকটাপন্ন রোগীর অবস্থা বিবেচনা করে তাৎক্ষণিক বিনয় ভূষণ তাকে ‘এ’ পজেটিভ রক্ত সংগ্রহের জন্য চেষ্টা করলে, শহরের স্বর্ণ ব্যবসায়ী পাল ব্রাদার্সের স্বত্বাধিকারী বিনয় পালের ছেলে বিজন পাল রাত সাড়ে ১১টায় রক্ত দেয়ার জন্যে হাসপাতালে আসেন এবং স্বেচ্ছায় এক ব্যাগ রক্ত দিয়ে তাকে সহায়তা করেন।
এ সময় অ্যাডঃ বিনয়ভূষন মজুমদার বলেন, প্রয়োজনের সময় যারা পাশে এসে দাঁড়ায় এবং সহযোগিতা করে তারাই প্রকৃত বন্ধু। মানুষের শরীরে প্রবাহিত রক্ত ঈশ^রের দান। যা চাইলেই জোর করে পাওয়া যায় না। পাওয়া যায় একমাত্র মানবতার কারণে। আমাদের সমাজে মানবতা সম্পন্ন মানুষ আছে বলেই আমরা প্রয়োজনের সময় এখনো রক্ত পাই। আর যেই মানুষগুলো এ রক্তদানে সহায়তা করে আমি তাদেরকে স্যালুট করি। তাদের এ দান সর্বোচ্চ দান। যা চাইলেও কোনো অর্থ দিয়ে সংগ্রহ করা সম্ভব নয়। তিনি সকলকে রক্তদানে উৎসাহী হওয়ারও আহ্বান জানান। রক্ত সংগ্রহকালীন উপস্থিত ছিলেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সহ-সভাপতি ফারুক স্বর্ণকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক রণজিৎ সাহা মুন্না, পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অনন্ত চক্রবর্তী, জীবনদীপের কার্যকরী সদস্য শিক্ষক সুরঞ্জিত কর, সুদীপ্ত কর প্রমুখ। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন মিডল্যান্ড হাসপাতালের টেকনেশিয়ান বিশ্বজিৎ কুমার বাপ্পী। সঙ্কটময় সময়ে জরুরি মুহূর্তে রক্ত পেয়ে রক্ত গ্রহীতার পরিবার জীবনদীপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

 

সর্বাধিক পঠিত