• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের বার্ষিক সমন্বয় সভা

ইংরেজি বিতর্কসহ প্রতিযোগিতার ধারায় নূতনত্ব নিয়ে ১৯ জানুয়ারি ২য় দশকে যাত্রা করবে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০১৮, ১০:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘দশ বছর হলো পার, বিতর্ক হোক দুর্বার' এ শ্লোগানে আগামী বছরের অর্থাৎ ২০১৯ সালের প্রথম মাসেই শুরু হতে যাচ্ছে জেলার সর্ববৃহৎ বিতর্ক আসর ‘একাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা’। আর এ প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে প্রথম দশক পার করে দ্বিতীয় দশকে পা রাখবে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা-২০১৯। এ দ্বিতীয় দশকে এসে নূতন ধারায় দেখা যাবে প্রতিযোগিতাকে। প্রান্তিক থেকে উল্লাস পর্ব পর্যন্ত প্রতিযোগিতার গুণগত মানকে ধরে রাখার জন্যে নতুন দশকে  প্রতিযোগিতায় নতুন ধারা যোগ হবে। এ বছর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে মোট ১শ’ ৫০টি দল অংশ নেয়ার কথা রয়েছে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ৭৮টি, প্রাথমিক পর্যায়ে ৩২টি, কলেজ পর্যায়ে ৩২টি এবং ইংরেজি বিতর্কে ৮টি দল অংশ নেবে।
গতকাল শনিবার সকাল ১০টায় চাঁদপুর সাহিত্য একাডেমিতে সিকেডিএফ জেলা কমিটি ও সকল উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সভাপতি কাজী শাহাদাতের সভাপ্রধানে এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দের পরিচালনায় সভার শুরুতে গত সভার কার্যবিবরণী পাঠ করেন রাজন চন্দ্র দে। পরে সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে চাঁদপুর বিতর্ক একাডেমির প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধরেন এবং সিকেডিএফ-এর ব্যবস্থাপনায় ‘পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা’র এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন। সভায় প্রায় ৩ ঘন্টার আলোচনায় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলা সিকেডিএফ কমিটি পুনর্গঠন, বিতর্ক একাডেমিতে প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস নেয়া, এ প্রতিযোগিতার নতুন দশক তথা একাদশ আসর থেকে উপজেলা পর্যায়ে বাছাই পর্বে ইয়েস কার্ডধারীদের নিয়ে প্রতিযোগিতা করে সেখান থেকে উপজেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ করা এবং এ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো আন্তঃউপজেলা প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবার সুযোগ। এছাড়া সভায় সিকেডিএফ’র কেন্দ্রীয় কমিটির একাধিক পদে রদবদলের সিদ্ধান্ত নেয়া হয়।
সবশেষ সিকেডিএফ শাহরাস্তি উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালামের সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিকেডিএফ-এর সহ-সভাপতি এএইচএম আহসান উল্যাহ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সদ্য নিযুক্ত সিনিয়র সহ-সভাপতি সামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাসান, কচুয়া সিকেডিএফ-এর সভাপতি ডাঃ আঃ হাই ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, মতলব উত্তরের সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলু, ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, হাজীগঞ্জের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, শাহরাস্তির সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম কাজল, মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।

 

সর্বাধিক পঠিত