চাঁদপুরে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন
সিভিল ও ক্রিমিনাল মামলা দ্রুত নিষ্পত্তি বিষয়ে ব্যাপক আলোচনা
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন। বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আবদুল মান্নান, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সরোয়ার হোসেন, যুগ্ম জেলা জজ-১ মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউছুফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আজম, কামাল উদ্দিন, কাজী মোঃ মহসিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট কফিল উদ্দিন, শেখ সাদী রহমান, হাসান জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আবদুল লতিফ শেখ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডঃ আমানউল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডঃ হাবিবুল ইসলাম তালুকদার প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকসহ আইনজীবীগণ।
সম্মেলনে বক্তারা সিভিল ও ক্রিমিনাল মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্যে এবং দ্রুত কীভাবে নিষ্পত্তি করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এছাড়া ওয়ারেন্ট তামিল এবং পুরাতন মামলার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।