সোলেমান লেংটার স্মরণ ও ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল
মতলব উত্তর উপজেলার বদরপুরে হযরত শাহ্ সোলেমান লেংটার স্মরণ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সোলেমান লেংটার মাজার প্রাঙ্গণে বাদ আছর হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলে। মাহফিলে হাজার হাজার মুসল্লি ও সোলেমান লেংটার ভক্তবৃন্দ জিকিরের সাথে সাথে যোগদান করেন।
আলহাজ¦ হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ খন্দকারের সভাপ্রধানে মাহফিলে বয়ান করেন হযরত মাওলানা মুফতি ড. কাফীলুদ্দিন সরকার সালেহী, আলহাজ¦ হযরত মাওলানা আব্দুর রহমান নূরী, হযরত মাওলানা হাফেজ শাহ্ মোহাম্মদ বদিউজ্জামান বাহার ও আলহাজ¦ হযরত মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন হেলালী। মাহফিল ও জিকির পরিচালনা করেন আলহাজ¦ হযরত মাওলানা মোঃ মিজানুর রহমান সরকার। প্রতিবারের ন্যায় মাহফিলটি আয়োজন করেন সোলেমান লেংটার মাজারের খাদেম মোঃ মতিউর রহমান (লাল মিয়া)।
মাহফিলে ইসলাম ও পবিত্র কোরআনের আলোকে জীবনধারা অব্যাহত রাখা এবং বিভিন্ন ইসলামিক বিষয়ে আলোচনা করেন বক্তারা। মোনাজাতে সকল মুসলমানের জন্যে দোয়া করা হয়। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমগণ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সকল মুসল্লির মাঝে তবররুক বিতরণ করা হয়েছে।