• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রচ- প্রতিরোধের মুখে পাকিস্তানের হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যায়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রচ- প্রতিরোধের মুখে হানাদার বাহিনী সর্বশেষ এইদিনে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা নামক স্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। এই সময় পাকবাহিনীর গুলিতে বেশ কয়েকজন নিরীহ মানুষ মৃত্যবরণ করে। দিবসটি উপলক্ষে মুক্ত দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
    ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্ত দিবস উদ্যাপন কমিটির গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও বিকেলে মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও শহীদ পরিবারের সন্তান ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদসহ অন্য মুক্তিযোদ্ধারা অংশ নেবেন।

সর্বাধিক পঠিত