• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাদুল্লাপুরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পাঠানবাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীণা। অনুষ্ঠানে অত্র ইউনিয়নের শত শত নারী অংশগ্রহণ করেন।
এ সময় বীণা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারী ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন। তিনি নারীদের মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সুবিধা দিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ১ কোটি নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।
আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ৩০ ডিসেম্বরের নির্বাচনে সবাই নৌকায় একটি করে ভোট দিবেন। চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি অনেক উন্নড়য়ন করেছেন। মতলবকে শহরে রূপান্তরিত করতে মায়া চৌধুরীকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা বেগমের সভাপ্রধানে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওছমান সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, মহিলা ইউপি সদস্য আমেনা বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খোকা, ইউপি সদস্য বাবুল মিয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত