মধুসূদন উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন
চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে ২১ নভেম্বর বুধবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের আয়োজনে নবীজির জীবন-আদর্শের উপর আলোচনা, কোরাআন তেলাওয়াত, হামদ, নাতে-রাসূল, ইসলামী সংগীত প্রতিযোগিতা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর সকালে বিদ্যালয় ক্লাসরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনের অনুকরণীয় দিকগুলো আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। নবীজির জীবনী নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ হোসাইন। এছাড়াও নবীজির জীবন-কর্ম এবং ঈদে মিলাদুন্নবীর বিষয়ে আলোচনা করেন বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক গোলাম সারওয়ার ফেরদাউস ও শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজীয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে তবররুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল ঘোষ, শাহিন সুলতানা, মোঃ ওয়াহিদুর রহমান লাবু, সিক্তা সাহা, দুলাল রায়, নাজনীন নবী, তাপসি চক্রবর্তী, বিশ্বজিৎ চন্দ্র, গীতা মজুমদার, রেজাউল করিম, অমল নন্দী, রতন পালসহ সকল শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।