• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ব্যাংক কলোনীতে অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের ব্যাংক কলোনীতে অপরাধ প্রতিরোধে স্থানীয় পৌর কাউন্সিলরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জিটি রোডস্থ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
    কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর প্রধান উপদেষ্টা ও পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মালেক বেপারীর সভাপতিত্বে এবং অঞ্চল-৬ এর প্রচার সম্পাদক ও জিটি রোড মহল্লা কমিটির সভাপতি মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর উপজেলা সভাপতি ওমর ফারুক, অঞ্চল-৬-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, যুগ্ম সম্পাদক সামীম আহমেদ, মোঃ গোলাম মোস্তফা খান, মোঃ নেছার উদ্দিন, মোঃ রেদওয়ান, মোঃ ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, মোঃ রেদওয়ান প্রমুখ।
    সভায় উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন, মোঃ গোলাম মোস্তফা খান, ব্যাংক কলোনী মহল্লা কমিটির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান মিয়াজী, মোঃ মনিরুজ্জামান মনির মিজি, আব্দুল কুদ্দুছ মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    সভায় ব্যাংক কলোনী মহল্লার আইনশৃঙ্খলা উন্নয়নে সকলে একমত পোষণ করেন। যারা বাসা-বাড়ির মালিক অথবা ভাড়াটিয়া সবাই টহল সদস্যদের মাসিক অনুদান নিয়মিত দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বহুতল ভবনে সিসি ক্যামেরা লাগাতে হবে এবং এলাকার রাস্তার মোড়ে সিসি ক্যামেরা ইতিমধ্যে লাগানো হয়েছে। সভায় অনেক বাড়ির মালিককে তাদের বকেয়া ও অগ্রিম টাকা প্রদান করতে দেখা গেছে। বর্তমানে ব্যাংক কলোনীতে রাস্তা-ঘাট পরিস্কার-পরিচ্ছন্ন এবং কয়েক রাস্তার মোড়ে সিসি ক্যামেরা লাগানোয় কাউন্সিলরকে অভিনন্দন জানান।

 

সর্বাধিক পঠিত