ফরিদগঞ্জে ‘নারীদের স্বপ্নতরী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
নারী কবিদের নিয়ে গ্রন্থ রচনা নারীদের এগিয়ে যাওয়ার সাক্ষ্য বহন করছে : সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন
ফরিদগঞ্জে ‘নারীদের স্বপ্নতরী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ফরিদগঞ্জ লেখক ফোরামের বর্তমান কমিটির সহ-সভাপতি ফাতেমা আক্তার শিল্পী ও সাংগঠনিক সম্পাদক তৃপ্তি মনিসহ বাংলাদেশ-ভারতের ২১ জন নারী কবির কবিতা নিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে লেখক ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন। এ সময় তিনি বলেন, ফরিদগঞ্জ লেখক ফোরামের কার্যক্রম দেশের গ-ি ছাড়িয়েছে। লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে বিচরণ করতে শুরু করেছে। লেখক ফোরামের নারী কবিদের নিয়ে গ্রন্থ রচনা ফরিদগঞ্জে নারীদের এগিয়ে যাওয়ার সাক্ষ্য বহন করছে। সামাজিক অবক্ষয়রোধেও লেখক ফোরামের ভূমিকা অগ্রগণ্য। এ সংগঠনের স্বকীয়তা, বহুমাত্রিক সৃজনশীলতা এবং শৃঙ্খলা একদিন দেশের জন্যে শ্রেষ্ঠত্ব বয়ে আনবে।
লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক শামিম হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও কবি দন্তন্য ইসলাম, চাঁদপুর বির্তক একাডেমির উপাধ্যক্ষ ও ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি রাসেল হাসান, দৈনিক চাঁদপুর বার্তার বিভাগীয় সম্পাদক কবি ও লেখক রফিকুজ্জামান রণি, চাঁদপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও কবি আশিক বিন রহিম, দৈনিক মেঘনাবার্তার বিভাগীয় সম্পাদক ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার ও সাহিত্য পত্রিকা ‘মনের জানালার’ সম্পাদক কবির হোসেন মিজি, সাংবাদিক জাকির হোসেন সৈকত, শাকিল হাসান, মামুন পাটোয়ারী, লেখক ফোরামের বর্তমান কমিটির প্রচার সম্পাদক বাঁধন চন্দ্র শীল, সাহিত্যিক আজিজুর রহমান লিপন, দুই কবি ফাতেমা আক্তার শিল্পী ও তৃপ্তি মনি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসাইন, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক ইয়াছিন দেওয়ান, সংগঠনের সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক আকরাম হোসেন, সদস্য কাউসার, উম্মে হাবিবা, মিম আক্তার প্রমুখ।