চাঁসক হিসাববিজ্ঞান বিভাগ আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব
চ্যাম্পিয়ন উন্মেষ রানার্স আপ প্রত্যয়
গতকাল শনিবার হিসাববিজ্ঞান বিভাগ চাঁদপুর সরকারি কলেজ আয়োজিত আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদীয় ধারার এ প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের ৬টি বিতর্ক দল অংশ নেয়। ‘এই সংসদ মনে করে পারমানবিক অস্ত্র বিশ^ শান্তিকে সুরক্ষিত করেছে’ বিষয়ের উপর চূড়ান্ত পর্বে অংশ নিয়ে পাঁচজন বিচারকের রায়ে ৩-২ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সরকারি দল উন্মেষ।
হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুল ইসলাম রতন, প্রভাষক মহসিন শরীফ ও প্রভাষক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন মজুমদার। পুরো আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর সভাপতি ভিভিয়ান ঘোষ, চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)-এর সহ-সভাপতি মাহজাবিন অধরা, চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর সহ-সভাপতি তাপস মজুমদার, চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)- এর সাধারণ সম্পাদক ফাতেমা আহমেদ তন্বী, চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকা ইসলাম, চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)-এর সাংগঠনিক সম্পাদক ইমরান আরাফাত ফাহিম। আয়োজনের সহযোগিতায় ছিলো চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)।