• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সভাপতি রুহিন সম্পাদক কাহার সাংগঠনিক ফারুক

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০১৮, ০৯:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা যুবলীগ। গত ১ নভেম্বর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরানের যৌথ স্বাক্ষরে কামরুল হাসান রুহিনকে সভাপতি, মাহমুদুল হাসান কাহারকে সাধারণ সম্পাদক এবং ফারুক হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোবারক হোসেন পাটওয়ারী, মোরশেদ আলম, ফারুক হোসেন, প্রভাষক আবুল কালাম আজাদ, জাকির হোসেন, বকুল, মানিক খন্দকার, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, মোজাম্মেল হোসেন কালু, শুক্কুর আলী, সাংগঠনিক সম্পাদক রসুল আমিন, কাজী রিয়াদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, অর্থ সম্পাদক শরীফ হোসেন, ত্রাণ সম্পাদক সোহানুল হোসেন শাহিন, সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া শাকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমির হোসেন, ক্রীড়া সম্পাদক মোস্তফা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দুলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, উপ-প্রচার সম্পাদক  প্রবীর কর্মকার, উপ-দপ্তর সম্পাদক নেছার আহাম্মদ। এছাড়া মহিউদ্দিন ভূঁইয়া ইরানকে ১নং সদস্য করা হয়।

সর্বাধিক পঠিত