ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা কমিটির নির্বাচন সম্পন্ন
সুলতান সভাপতি কুদ্দুছ সম্পাদক নির্বাচিত
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা কমিটির নির্বাচন-২০১৮ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সুলতান মাহমুদ ৪২ ভোট পেয়ে সভাপতি ও মোহাম্মদ কুদ্দুছ আখন্দ (কলম) ৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল ২৪ নভেম্বর শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদর ইউএনও কানিজ ফাতেমা পিএএ উপস্থিত থেকে ভোটগ্রহণ কার্যক্রম পরির্দশন করেন। মোঃ মফিজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ফলাফল ঘোষণা করেন ইউপি সচিব প্রবাহ কুমার ঘোষ।
নির্বাচনে অন্য বিজীরা হলেন : সহ-সভাপতি বশির উল্লাহ খন্দকার ও দুলাল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুবুল আহসান ও আবু বকর ছিদ্দিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ছালামত উল্লাহ খান ও ছিদ্দিকুর রহমান মীর, প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল ও কোষাধ্যক্ষ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) মহিউদ্দিন আহমেদ।
৮৫ জন ভোটারের মধ্যে ৮৪ জন ভোট প্রদান করেন। ১টি ভোট বাতিল বলে গণ্য হয়। নির্বাচনের সময় ইউপি সচিব কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইউপি সচিবদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।