• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের অ্যাডভোকেসি সভা

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০১৮, ১০:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মায়া বীর বিক্রম অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাম বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষ, মেডিক্যাল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মারফত আলী, পরিদর্শিকা মাহমুদা খানম প্রমুখ। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের ৩০ জন পরিদর্শক ও পরিদর্শিকাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার তাঁর বক্তব্যে বলেন, গর্ভবতী মা, নিরাপদ ডেলিভারীসহ মাতৃস্বাস্থ্যের পাশাপাশি কিশোর-কিশোরীদের সচেতন করা, বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে পারিবারিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক অন্যান্য সমস্যায় সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে আমি মনে করি।

 

সর্বাধিক পঠিত