চাঁদপুরে জাসদের ৫ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পার্লামেন্টারি বোর্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের দলীয় প্রার্থী হিসাবে সারাদেশে চাঁদপুরের ৫ জন সহ ২২৩ জনের তালিকা গত ২০ নভেম্বর চূড়ান্ত করেছে। দলীয় সভাপতি ও পার্লামেন্টারী বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্লামেন্টারী বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন পার্লামেন্টারী বোর্ডের সদস্য শিরীন আখতার, এডঃ রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, অ্যাডঃ হাবিবুর রহমান শওকত ও আফরোজা হক রীনা। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।
চাঁদপুরের ৫টি আসনের প্রার্থী হলেন : চাঁদপুর-১ মোঃ সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর-২ অভিনেতা শহীদ আলমগীর, চাঁদপুর-৩ ডাঃ মাসুদ হাসান, চাঁদপুর-৪ মোহসীন পাটওয়ারী, চাঁদপুর-৫ মোঃ মনির হোসেন মজুমদার।
এদিকে চাঁদপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫টি আসনের নির্বাচন সম্পন্ন করতে চাঁদপুর নির্বাচন অফিস সম্পূর্ণ প্রস্তুত। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুরের ৫ আসনের ভোটার তালিকা এখন চূড়ান্ত। এ তালিকা দিয়েই বর্তমান একাদশ জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব। শুধু তাই নয়, নির্বাচনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে যে প্রস্তুতির প্রয়োজন তাও ইতঃমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, ভোটার তালিকা ও ভোট কেন্দ্রও চূড়ান্ত। অতীতের মতই নির্বাচন কমিশনের নীতিমালা ও নির্দেশনা মতে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হবেন। ইতঃমধ্যেই ভোটগ্রহণকারীগণের প্যানেল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চাঁদপুর জেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, চাঁদপুরের ৫ টি নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা ১৮ লাখ ৫ হাজার ৯শ’ ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৬ হাজার ৪শ’ ৭৩ জন এবং মহিলা ভোটার ৮ লাখ ৮৯ হাজার ৪শ’ ৫৩ জন। জেলার ভোট কেন্দ্র ও কক্ষের সংখ্যা ৩ হাজার ৪ শ’ ৮১ টি। এর মধ্যে ভোট কেন্দ্রের সংখ্যা ৬ শ’ ৭৫ টি । পুরুষ কক্ষ ১ হাজার ৬শ’ ৬০ টি এবং মহিলা কক্ষ ১ হাজার ৮শ’ ২১ টি। নির্বাচনী আসন অনুযায়ী ২৬০-চাঁদপুর-১ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৫শ’ ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৭শ’ ৫১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩১ হাজার ৭শ’ ৬২ জন। ভোট কেন্দ্র ১ শ’ ৫ টি। পুরুষ কক্ষ ২ শ’ ৪১ শ’ এবং মহিলা কক্ষ ২শ’ ৫৫ টি।
২৬১-চাঁদপুর-২ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৫শ’ ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ১শ’ ১৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯২ হাজার ৫শ’ ৪৩ জন। ভোট কেন্দ্র ১শ’৫৪ টি। পুরুষ কক্ষ ৩শ’ ২৫শ’ এবং মহিলা কক্ষ ৩শ’ ৯৪ টি।
২৬২-চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৮শ’ ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৭শ’ ৫২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৮ হাজার ৮৩ জন। ভোট কেন্দ্র ১ শ’ ৫৭ টি। পুরুষ কক্ষ ৪ শ’ ২৭ টি এবং মহিলা কক্ষ ৪শ’ ৪০ টি।
২৬৩-চাঁদপুর-৪ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬শ’ ৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭ শ ২৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫১ হাজার ৯ শ’ ৬১ জন। ভোট কেন্দ্র ১ শ’ ১৮ টি। পুরুষ কক্ষ ৩ শ’ ১ টি এবং মহিলা কক্ষ ৩ শ’ ১৩ টি।
২৬৪-চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৩শ’ ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ১শ’ ৩১ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩ হাজার ২ শ’ ১৯ জন। ভোট কেন্দ্র ১ শ’ ৪১ টি। পুরুষ কক্ষ ৩ শ’ ৬৬ টি এবং মহিলা কক্ষ ৪শ’ ১৯ টি।
চাঁদপুরের রাজনৈতিক দলের প্রার্থীদের নাম কোনো দলই চূড়ান্তভাবে ঘোষণা দেয় নি। তাই কোনো দলেরই প্রার্থীদের নাম আসন অনুসারে সংগ্রহ করা যায় নি।