• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারের ব্যবসায়ী হাজী টুলু মিঞার ইন্তেকাল

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০১৮, ১০:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ নিবাসী মরহুম রুস্তম আলী মিঞার বড় ছেলে, রয়েজ রোডস্থ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও ইলেক্ট্রিশিয়ান আলহাজ্ব মোস্তফা কামাল টুলু মিঞা আর বেঁচে নেই। তিনি গতকাল ২৩ নভেম্বর শুক্রবার ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
শুক্রবার জুমাবাদ ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদের সম্মুখে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মুফতি মোঃ ইব্রাহীম খলিল। জানাজাপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, পুরাণবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হামিদ মাস্টার, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, ইসলামী মহাসম্মেলন এন্তেজামিয়া কমিটির সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া ভূঁঞা বতু ও মরহুমের মেজো ছেলে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মাহবুবুর রহমান মানিক। বাজারের ব্যবসায়ী, পেশাজীবীসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন। পরে গ্রামের বাড়ি সদর উপজেলার বালিয়া গ্রামে মরহুম হাজী টুলু মিঞাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাফন অনুষ্ঠানে আলেম-ওলামা, পুরাণবাজার ইসলামী মহাসম্মেলন এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, স্বদেশ সাংস্কৃতিক সংগঠন কর্মকর্তাসহ অন্যান্য এবং মরহুমের সকল আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর শহরের অধিকাংশ অটো রাইস মিল হাজী মোস্তফা কামাল টুলু মিয়ার হাতে তার ওয়ার্কসপে গড়ে তোলা হয়। এছাড়া ঢাকার ধামরাই ও লক্ষ্মীপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানেও অনেক রাইস মিল তৈরি করা হয় তার প্রতিষ্ঠান থেকে।
বিভিন্ন মহলের শোক
চাঁদপুরের সনামধন্য ওয়ার্কসপ ব্যবসায়ী ও ইলেক্ট্রিশিয়ান আলহাজ্ব মোস্তফা কামাল টুলু মিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর চেম্বারের পক্ষে পরিচালক ও আজমিরী রাইস মিলের মালিক রোটাঃ মাইনুল ইসলাম কিশোর, চাঁদপুর পৌরসভার পক্ষে ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর অটো রাইস মিল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী মোঃ শাহআলম বাদশা। এক শোক বিবৃতিতে তারা বলেন, টুলু মিয়া অত্যন্ত শান্ত ও নিরিবিলি স্বভাবের একজন ভালো মানুষ ছিলেন। চাঁদপুরের উৎপাদনশিল্পের মিল-কারখানার জন্যে তাঁর অনেক অবদান রয়েছে। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

 

সর্বাধিক পঠিত